বুধবার ৯ জুলাই ২০২৫ - ০৬:২৬
কারবালাকে ইসলামি সংস্কৃতির রাজধানী হিসেবে জাতিসংঘের সমর্থন

ইরাকে নিযুক্ত জাতিসংঘের দূত মোহাম্মদ হাসান পবিত্র কারবালা নগরীতে সফরের সময় কারবালাকে "ইসলামি সংস্কৃতির রাজধানী" হিসেবে মনোনয়নের প্রতি জাতিসংঘের সমর্থনের ঘোষণা দিয়েছেন। ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: মহররম উপলক্ষে দেওয়া এক প্রেস বিবৃতিতে মোহাম্মদ হাসান বলেন, “মানবিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে কারবালার মাহাত্ম্য আমাকে আকৃষ্ট করেছে। এখানে এসে আমি একটি ঐক্যবদ্ধ ও সংহত ইরাকের জীবন্ত চিত্র দেখেছি, যেখানে জাতীয় পরিচয়ের চেতনা অনন্য সৌন্দর্যে প্রকাশ পেয়েছে।”

তিনি আরও বলেন, “কারবালার রয়েছে গভীর ঐতিহাসিক শিকড়, এবং এটি আরব ও মুসলিম বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে এ শহরে সমবেত হন। তাই ‘ইসলামি সংস্কৃতির রাজধানী’ উপাধির জন্য কারবালার যোগ্যতা অত্যন্ত স্পষ্ট।”

সোর্স: কারবালা নাউ এজেন্সি

আপনার কমেন্ট

You are replying to: .
captcha